• Powered by MyBloggerLab (Don't remove or Widget will not work).

নির্বাচিত

Happy New Year 2016! ফানটিপস২৫ বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও অধিক এক সুবিশাল কমিউনিটি! কৃতজ্ঞ হলে আপনার প্রাণ প্রিয় ফানটিপস২৫কে প্রমোট করুন, সাপোর্ট করুন

বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিট হওয়া, জনপ্রিয়, সুবিশাল ও উন্মুক্ত এক বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক FunTips25।   http://f...

Translate

Saturday, January 23, 2016

শীর্ষ তিন সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে সাবমিট করুন...

কিছু দিন আগে একটা বিষয় চিন্তা করলাম, আমার ব্লগকে শুধু গুগল এর সার্চ ইঞ্জিনে সাবমিট করছি। কিন্তু, গুগল ছাড়াও তো আরো কয়েকটি সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আমার ব্লগকে সাবমিট করতে পারি। তো গুগলেই সার্চ দিলাম, ১০ মিনিটের মধ্যে পাইলাম ইয়াহু আর বিং সার্চ ইঞ্জিনে ব্লগকে সাবমিট করার লিঙ্ক। দিলাম আমার ব্লগ সাবমিট করে। হয়তো অভিজ্ঞরা এই বিষয়টি জানেন। তাই এই বিষয়টি আপনাদের সবার সাথে শেয়ার করতেই আমার এই টিউনটি করা।
তো চলুন দেখি কিভাবে………. J
প্রথমেই দেখি Google কে (সার্চ ইঞ্জিন এ বিগ বস)
1. প্রথমেই http://www.google.com/addurl এই লিঙ্ক এ যান। নিচের মত পেজ খুলবে।
12. এখন আপনার ব্লগ ঠিকানাটি URL লিখা এর পাশের ফাকা ঘরে লিখে দিন।কমেন্ট এর ঘরে আপনার ব্লগ সম্পর্কে কিছু তথ্য দিন(আপনার ব্লগটি যা যা বিষয় নিয়ে লিখা)। তারপর Add URL button এ ক্লিক করেন। নিচের চিত্রের মত করে .....
23. তারপর একটি পেজ আসবে আপনার ব্লগটি সফল ভাবে সাবমিট হয়েছে কিনা এই বার্তা নিয়ে।
4. ব্যাস্! আপনার ব্লগটি গুগল এর সার্চ ইঞ্জিনে স্থাপন শেষ।
এবারে আসা যাক Yahoo! সার্চ ইঞ্জিন। গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।
1. আপনার সাইককে ইয়াহুর সার্চ ইঞ্জিনে সাবমিট করতেআপনার ব্রাউজারেhttp://siteexplorer.search.yahoo.com/submit টাইপ করুন।
2. তারপর নিচের মত পেজটি খুলবে......
3
3. এখন, Submit a Website or Webpage লিঙ্কটিতে ক্লিক করুন। নিচের মত একটি বক্স আসবে।
4
4. আপনার ব্লগের নাম দিয়ে Submit URL এ ক্লিক করুন। তারপর নিচের পেজটি প্রদর্শণ করবে।
5
5. এখানে একটি বার্তা প্রদর্শন করবে যে, আপনার ব্লগটি সঠিকবাবে Yahoo! সার্চ ইঞ্জিনে সাবমিট হয়েছে।
সবশেষে, Bignসাম্প্রতিক মাইক্রোসফট্ এর আলোরন সৃষ্টি করা সার্চ ইঞ্জিন- Bign
এখানে আপনারা দেখতে পারবেন কিভাবে Bign এ আপনার ব্লগকে সাবমিট করবেন?
১. প্রথমত, আপনাকে http://www.bing.com/docs/submit.aspx লিঙ্কটিতে যান।
২. এখানে নিচের মত পেজ পাবেন......…
6
৩. প্রথমত Captcha code টি  Characters box পাশে টাইপ করে দেন। তারপর Type the URL of your homepage  লিখা এর নিচের ঘরে আপনার ব্লগ ঠিকানাটি দিয়ে  Submit URL বাটনে ক্লিক করেন।7
৪. পরবর্তী একটি পেজ খুলবে confirmation বার্তা নিয়ে।8
ব্যাস্! বিং এও মাবমিট হয়ে গেল।
এভাবে শীর্ষ সার্চ ইঞ্জিনে আপনার ব্লগকে সাবমিট কইরাফেলেন !!!!!!!!!!!  আস্তে আস্তে সাবমিট কইরেন স্টক আনলিমিটেড।
ধন্যবাদ সকলকে।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...